ভারতের বিপক্ষে আজ পা হড়কালেই পাকিস্তানের বিপদ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারটা পাকিস্তানের সব সমীকরণ কঠিন করে দিয়েছে। এখন ভারতের বিপক্ষে পিছুটানের কোনো সুযোগ নেই। রোববারের (৯ জুন) এ ম্যাচে জিততেই হবে তাদের, পা হড়কালেই পড়তে হবে মহা বিপদে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


রোহিত শর্মার দল আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটারদের ওপর। তবে এখন টিম ইন্ডিয়ার বোলিংঅ্যাটাক বিশ্বের অন্যতম সেরা।

  • Save