পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামের এক ইউপিডিএফের সমর্থক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে পানছড়ি উপজেলার লোগাং হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরুণ বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ি সদরের পাগুজ্জ্যাছড়ি হলেও তিনি হাতিমারায় বসবাস করতেন।

এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু লারমা) দলকে দায়ী করেছে ইউপিডিএফ। এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা মুঠোফোনে বলেন, নিহত ব্যক্তি তাঁদের দলের সমর্থক। কার স্বার্থে এমন ভ্রাতৃঘাতী সংঘাত হচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না। নিরীহ মানুষ এসব হত্যার শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন। তিনি এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

লোগাং এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে বরুণ বিকাশ চাকমা দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় তিন থেকে চারজন অস্ত্রধারী বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। যাওয়ার পথে আধা কিলোমিটার দূরে গিয়ে আরও কিছু ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায় তারা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম গুলিতে একজন নিহত হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম। তবুও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।

New Era IT Village