ইসরাইল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাবকে ‘সুযোগ’ বলছেন (Justin Trudeau)
এ যুদ্ধকে অব্যাহত রাখার জন্য ইসরাইলকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন রূপরেখা তুলে ধরেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাইডেনের এই রূপরেখাকে ইসরাইল-গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (১ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী (Justin Trudeau) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন,
ইসরাইল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বাইডেনের প্রস্তাবিত নতুন রূপরেখাটি একটি সুযোগ। এর জন্য এ নতুন রূপরেখাটি সকল পক্ষকে অবশ্যই গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, এ নতুন রূপরেখার মাধ্যমে গাজায় দুর্ভোগের অবসান করে শান্তির পথে ফিরে আসার সুযোগ। কানাডা অবিলম্বে ইসরাইল-গাজার যুদ্ধবিরতি, অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বান জানায়।
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবকে ‘ইতিবাচক’ বলছে হামাস
ফিলিস্তিনের গাজায় প্রায় আট মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এই হামলায় ৩৬ হাজারের বেশি নিহত এবং ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি নতুন রূপরেখার বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ‘ইতিবাচক হিসেবে বিবেচনা’ করার কথা জানিয়েছে হামাস।
Save
গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাবে ইতিবাচক হামাস। ছবি: রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এ উপত্যকার পুনর্গঠন ও বন্দী বিনিময়’ নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি রোড ম্যাপের প্রস্তাবের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, হামাসকে এ ধরনের প্রস্তাব আগে কখনও দেয়া হয়নি। হামাসকে এ প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্যমতে, ’গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়।’
পাশাপাশি ইসরাইলের সব নেতাকেও প্রস্তাব গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি। বাইডেন জানান, হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ না দিয়ে গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি ও ইসরাইলি নেতাদের এক হতে হবে।
এমএফএস (মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন) প্রতিষ্ঠান ডাক বিভাগের নগদ-এ অনুমোদন ছাড়াই ইলেক্ট্রনিক মানি তৈরি, সরকারি ভাতা বিতরণ না করে অর্থ সরানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি...