জন্মদিন কাটাতে প্যারিসে গিয়েছেন অর্জুন সঙ্গে ছিলেন মালাইকা।

জন্মদিন কাটাতে প্যারিসে গিয়েছেন অর্জুন সঙ্গে ছিলেন মালাইকা।
জন্মদিন কাটাতে প্যারিসে গিয়েছেন অর্জুন সঙ্গে ছিলেন মালাইকা।

বিনোদন ডেস্কঃ  

বলিউডের চার্মিং হিরোদের একজন স্টারকিড অর্জুন কাপুর। ইতোমধ্যে কিছু দারুণ চরিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন এ অভিনেতা।

অর্জুন কাপুরকে বলিউডে পা রাখার আগে ওজন কমানো নিয়ে অনেক পরিশ্রম করতে হয়। ওজন কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থাকতেন তিনি।

তবে নিজের জন্মদিন কাটাতে আবারও বিরতি নিয়েছেন তিনি। ২৩ জুন তিনি প্যারিসে গেছেন। সঙ্গে বান্ধবী মালাইকা অরোরাও আছেন। ২৬ জুন অর্জনের জন্মদিন। অভিনেতা তার প্রিয় মানুষটির সঙ্গে জন্মদিন উদযাপন করবেন একান্ত গোপনে।

দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে তাদের দেখা যায়। তখন পাপারাজ্জিরা তাদের ছবি তুলেন। সঙ্গে সঙ্গে ভাইরাল নেট দুনিয়ায় সে ছবি। একজন মন্তব্য করেছেন, ‘তাদের একসাথে চমৎকার দেখাচ্ছে।’

অন্য একজন লিখেছে, ‘বিয়ে কখন?’ তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘আমি তাদের দেখে খুশি।’

তবে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, অর্জুন সম্প্রতি কোনো ছুটি পাননি। তিনি ‘এক ভিলেন রিটার্নস’র জন্য প্রচারে নামবেন। তার আগে তিনি জন্মদিনটা আনন্দে কাটাতে চান। তাই মালাইকার সঙ্গে প্যারিসে উড়ে গেছেন। দুজনে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরে এক সপ্তাহ কাটাবেন।

আরও পড়ুনঃ সিনেমা হিট হওয়ায় গাড়ি উপহার পেলেন কার্তিক।