বিনোদন ডেস্কঃ
বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তার অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। সিনেমা হলে রাজত্ব করেছে ‘ভুল ভুলাইয়া-২’। বর্তমানে ইন্ডাস্ট্রিতে আলোচনায় রয়েছে সিনেমাটি।
সিনেমাটি মুক্তির পর থেকে এ পর্যন্ত ৫৬ কোটি টাকার ব্যবসা করে। বক্স অফিসে সংগ্রহ ছাড়িয়েছে ১৮০ কোটি রুপির বেশি। নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি।
এরইমধ্যে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। তাতে খুশি সিনেমার প্রযোজক ভুষণ কুমার। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বামজি। এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, টাবু, রাজ পাল যাদব। এটি ২০০৭ সালে অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’র সিকুয়েল।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, প্রযোজক ভুষণ কুমার এতোটায় খুশি হয়েছেন যে তিনি অভিনেতাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। গাড়িটির মূল্য ৪ কোটি ৭০ লাখ রুপি।
আরও জানা যায় এ বিলাসবহুল গাড়িটি শুধু কার্তিকেরই কাছে আছে। তবে এমন উপহার পেয়ে কার্তিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে, তাতে লিখেছেন ‘তার পরের উপহারটা যেনো ব্যক্তিগত বিমান হয়’।
আরও পড়ুনঃ বলিউডে সালমানের সঙ্গে জুটি বাধছেন সামান্থা |