বিনোদন ডেস্কঃ
‘ভাইজান’-এর ছবি। বলিউডে গুঞ্জন হবে না, তা-ও কি হয়? ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েল নিয়ে তাই যথারীতি সরগরম বলিউড। আগেই শোনা যাচ্ছিল, ছবিতে নাকি থাকছেন দশ নায়িকা। এ বার দশ নম্বর নায়িকা হিসেবে শোনা গেল দক্ষিণী নায়িকাকে!
এরইমধ্যে জানা যায় এ সিনেমায় থাকছেন দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুথ। যদিও এখন বলিউড দক্ষিণ আলাদা নয়। দক্ষিণের অনেক বড় অভিনেতারাও বলিউডে আত্মপ্রকাশ করছেন।
ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়,‘ টাইগার ৩’ শেষ হওয়ার পরে, সালমান খান ‘নো এন্ট্রি ২’র শুটিং শুরু করবেন। এতে থাকবেন অনিল কাপুর এবং ফারদিন খান।
আরও জানা যায়, দশ জন অভিনেত্রী থাকতে পারেন। সে তালিকায় রয়েছেন রাশমিকা মান্দান্না, সামান্থা রুথ প্রভু, পূজা হেগড়ে এবং তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় তারকারা।
এরই মধ্যে ভাইজান ভক্তদের মনে ‘নো এন্ট্রি’ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
আরও পড়ুনঃ এবার রেকর্ড ভেঙে দিল ‘বিক্রম’!