লাইফস্টাইল ডেস্কঃ
চোখের মেকআপে নাটকীয়তা আনতে হলে নকল চোখের পাতা অনেকেই লাগান। কিন্তু যাঁরা আইল্যাশ লাগাতে অভ্যস্ত নন, তাঁদের নানা সমস্যা দেখা যায়।
আইল্যাশ এক্সটেনশনের প্রধান উপকরণ হল সিনথেটিক, ফক্স মিঙ্ক কিংবা সিল্ক ফাইবার দিয়ে তৈরি কৃত্রিম পাপড়ি। তবে আইল্যাশ এক্সটেনশন বসানো হয় আপনার ল্যাশের উপর। তাই এগুলি ব্যবহার করার আগে জেনে নিন।
অ্যাইল্যাশ এক্সটেনশন চলাকালীন যা করবেন
এক্সটেনশনের জন্য ব্যবহৃত স্যানিটাইজেশন করা অত্যন্ত আবশ্যক।
আপনার চোখের পাতার ও আশপাশের অংশ এই এক্সটেনশনের জন্য তৈরি অ্যাইল্যাশ শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়াও জরুরি। এক্সটেনশন চলাকালীন কোথাও কোনও সমস্যা হলে তা আর চোখে লাগিয়ে রাখবেন না।
চোখ জ্বালা বা চোখ চুলকালে অবশ্যই খেয়াল রাখুন।
অ্যালার্জি থেকে সাবধান
নকল চোখের পাতায় সাইনোঅ্যাক্রিলাইট এক রকমের আঠা থাকে। আপনার চোখ যদি সংবেদনশীল হয়, তাহলে চোখে অ্যালার্জি তৈরি করতে পারে। এতে চোখ ফুলে যেতে পারে ও চুলকাতে পারে।
এছাড়াও মাথায় রাখতে হবে
হাতের বদলে চিমটে ব্যবহার করতে হবে নকল চোখের পাতা লাগানোর সময়ে বেশি আঠা ব্যবহার না করাই ভালো।
আঠা ভালো করে শুকোতে দিতে হবে
ল্যাশ লাইনের ঠিক উপরে নকল চোখের পাতা লাগাতে হবে।
অ্যাইল্যাশ এক্সটেনশনের পরে যা করবেন
অ্যাইল্যাশ এক্সটেনশন লাগানোর পর অন্তত ৩ থেকে ৪ ঘন্টা মুখ ধোয়া যাবে না।
এরপর থেকে যখনই মুখ ধোয়ার চেষ্টা করবেন তখন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে।
অপরিষ্কার বা সঠিক যত্ন না নিলে সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে।
নিয়মিত এই অ্যাইল্যাশ বদলাতে হবে।
মাসে অন্তত পুরোনো জোড়া বদলে নিতে হবে।
ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও পড়ুনঃ হার্ট ভাল রাখতে ডিমের অভিনব রেসিপি।