ফটোগ্রাফারের পাশে দাড়ালেন জ্যাকলিন ফার্নান্দেজ।

ফটোগ্রাফারের পাশে দাড়ালেন জ্যাকলিন ফার্নান্দেজ।
ফটোগ্রাফারের পাশে দাড়ালেন জ্যাকলিন ফার্নান্দেজ।

বিনোদন ডেস্কঃ 

বরাবরই আর্ত মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েন শ্রীলংকান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনয়ের পাশাপাশি মানবদরদী হিসাবে তিনি বলিউডে সুপরিচিত। এবার এক ফটোগ্রাফারের পাশে দাঁড়ালেন জন্মসূত্রে শ্রীলঙ্কার এই নাগরিক।

সিনেমায় অভিনয় ছাড়াও জ্যাকলিন ফার্নান্দেজ অভাবী লোকদের সাহায্য করার জন্যও বেশ সুপরিচিত। গত বছর বিভিন্ন মাধ্যমে অভাবী মানুষকে সাহায্য করার জন্য। অভিনেত্রী ‘ইউ অনলি লিভ ওয়ানস’ বা ‘ইওলো’ নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন।

সম্প্রতি ‘কিক’ অভিনেত্রী বলিউড ফটোগ্রাফার মনোজ মেহারাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। যখন ভাইয়ের চিকিৎসার জন্য মনোজের অর্থের প্রয়োজন ছিল। নিজের এবং তার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনেত্রী মনোজের ভাইয়ের চিকিৎসার জন্য তাকে সাহায্য করেন।

জ্যাকলিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনোজ তার ইনস্টাগ্রামে লিখেন, ‘মন থেকে জ্যাকলিন ও তার ফাউন্ডেশন ‘ইয়োলো’-কে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য করেছেন। আমার অনেক বড় উপকার করেছেন। আমি এজন্য আপনাকে যতোই ধন্যবাদ দেই না কেন, তা কম হবে। আমি আপনাকে আমার কষ্টের কথা জানালাম।

আপনি কোনো বিলম্ব ছাড়াই সঙ্গে সঙ্গে আমাকে এবং আমার ভাইকে সাহায্য করেছেন। আমার ভাই এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক বেশি শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ। মনের দিক থেকে আপনি একজন সোনার মানুষ।’

সম্প্রতি জ্যাকলিন ফার্নান্দেজের ‘ইওলো ফাউন্ডেশন’ – এর এক বছর পূর্ণ কয়েছে। রোটি ব্যাংক নামে একটি এনজিওর সাথে চুক্তি করেছেন। সেই মাসেই এক লাখ অভাবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর ফাউন্ডেশন। এছাড়াও ইওলো ‘ফেলাইন ফাউন্ডেশন’- এর সাথে অংশীদারিত্ব করেছেন। তারা বিপথগামী প্রাণিদের সাহায্য করার উদ্যেগ নিয়েছেন।

আরও পড়ুনঃ আবারও করোনায় আক্রান্ত অক্ষয়।