দিল্লিতে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৩, গুলিবিদ্ধ ৭০

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে এ  আইনের বিরুদ্ধে ছড়িয়ে পড়া সংঘর্ষে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) শেষ খবর পাওয়া পর্যন্ত গত দুই দিনে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এছাড়া সহিংসতায় ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন দেড়শতাধিক মানুষ।

সংঘর্ষের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সিবিএসই বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দশম শ্রেণির দুটি পরীক্ষা ও দ্বাদশের তিনটি।

বিগত দিনের মতো আজও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে।  আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দোকানপাটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই এমন সংঘাত ছড়িয়ে পড়েছে দিল্লিতে। ঘটনাস্থল থেকে মাত্র ১৫ কিমি দূরত্বেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট দিল্লি অবতরণের কয়েক ঘণ্টা আগে থেকেই উত্তপ্ত হয়ে পড়ে রাজধানী দিল্লির রাজপথ। সংঘর্ষ থামাতে সেনা মোতায়েনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অসংখ্য পুলিশ মোতায়ন করা হয়েছে।