মেয়েকে কোলে নিয়েই কাজে ফিরলেন তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
মেয়েকে কোলে নিয়েই কাজে ফিরলেন তিশা

বিনোদন ডেস্কঃ

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরলেন তিনি। আজ রোববার থেকে কাজ শুরু করেছেন ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে। বিষয়টি তিশা নিজে নিশ্চিত করেছেন।

গত রোববার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট তিশা এসব তথ্য জানান। তিনি বলেন,‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’

গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন এই অভিনেত্রী।

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান তার নাম ইলহাম নুসরাত ফারুকী।

এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

‘মুজিব’ সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্রের নাম শুরুতে ছিল ‘বঙ্গবন্ধু’, পরে ছবির নাম বদলে রাখা হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।

আরও পড়ুনঃ আবারও জুটি বাঁধতে চলছেন শাহরুখ-কাজল।