মা-বাবার পাশে বিকিনি পরে কেক কাটলেন ‘নির্লজ্জ’ আমিরকন্যা

বিকিনি পরে কেক কাটলেন ‘নির্লজ্জ’ আমিরকন্যা
বিকিনি পরে কেক কাটলেন ‘নির্লজ্জ’ আমিরকন্যা

রোববার (৮ মে), খান পরিবারে তখন জন্মদিনের আমেজ। পুল পার্টি সেরে কেক কাটলেন ইরা খান। তাকে ঘিরে আনন্দ করলেন বাবা আমির খান, মা রিনা দত্ত এবং ভাই আজাদ রাও। উপস্থিত ছিলেন ইরার প্রেমিক তথা আমিরের স্বাস্থ্য প্রশিক্ষক নূপুর শিখরেও। ভালবাসা এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠে সকাল। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই একরাশ কালি ছিটিয়ে দিলেন নেটাগরিকদের একাংশ।

ইরার জন্মদিনের আনন্দের মাঝে তার বড় ‘অপরাধ’ পোশাক নির্বাচন। এ কী! বাবার সামনে বিকিনি পরে আছেন কেন ইরা? সে নিয়ে তীব্র কটাক্ষের শিকার আমির-কন্যা। যদিও কেক কাটার সময় সাঁতারের পোশাকে ছিলেন আমির এবং আজাদও। সে নিয়ে অবশ্য কারও কোনো বক্তব্য ছিল না।

আমির খান ও তার প্রথম স্ত্রী রিনার সন্তান ইরা। পঁচিশ বছরে পা দিয়েছেন তারকা সন্তান। তারই সেলিব্রেশনের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে ‘টু পিস’ বিকিনি পরে কেক কাটতে দেখা যায় ইরাকে। পাশেই দাঁড়িয়েছিলেন আমির। ছিলেন ইরার মা রিনা এবং তার সৎ ভাই আজাদ। সকলের সঙ্গেই সেলিব্রেশনে মাতেন ইরা।

এই ছবি আপলোড হতেই কটাক্ষের পালা শুরু হয়ে যায়। একের পর এক কুমন্তব্য করা হয়। ‘এটা জন্মদিন না পুল পার্টি?’, ‘জন্মদিনে বিকিনি পরে ছবি কেন?’ এমন প্রশ্ন তোলা হয়। আমিরের মেয়েকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করা হয়।

অনেক তারকা-সন্তানই বড় হয়ে অভিনয় পা রেখেছেন, বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন। তাদের মধ্যে ব্যতিক্রমী ইরা খান। এক সময় ইরার বলিউডে আসার কথাও শোনা গেলেও বাবার মতো সুপারস্টার কিংবা পারফেকশনিস্ট হওয়ার কোনও ইচ্ছে তার নেই। বরং ছবি পরিচালনার দিকে একটা ঝোঁক আছে ইরার।

ইতোমধ্যেই থিয়েটারের প্রতি প্রেম ব্যক্ত করেছেন তিনি। সফল ভাবে গ্রিক নাটক ‘ইউরিপিডেস মেডিয়া’ পরিচালনা করেছেন। যেখানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ প্রধান ভূমিকায় অভিনয় করেন।

কিন্তু কিছুদিন আগে আবার আমিরকন্যা জানান, তিনি অ্যাংজাইটির শিকার। এই সমস্যা তার আগেও হয়ছে। ৪ বছর মনোবিদের তত্ত্বাবধানে ছিলেন। ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানির শিকার হওয়ার কথাও জানান ইরা। মেয়ের পাশে বরাবর ছিলেন আমির। এখন সিনেমার সংখ্যাও কমিয়ে দিয়েছেন। ত্যাগ করেছেন সোশ্যাল মিডিয়া। অবসর সময়টা পরিবারের সঙ্গেই কাটান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে এই ট্রোল নিয়ে এখনও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।