বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই দুর্ঘটনায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার স্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু হয়।
গত ৮ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হওয়া ওই দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারান।
জিনিউজ সহ ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে পাইলট বিভ্রান্ত হয়ে গেলে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এছাড়া শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে উড়েছিল হেলিকপ্টারটি। ৯৪ কিলোমিটার পাড়ি দেওয়ার পর সেটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিল। আর এটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান।
তদন্তকারী দল জানিয়েছে, ‘হেলিকপ্টারের রেকর্ডার ও ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেদিন উপত্যকার আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। এ কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এতে বিভ্রান্ত হয়ে পড়েন পাইলট। ফলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।’
দুর্ঘটনার পরপরই এয়ার মার্শাল মানবেন্দ্র সিং এর নেতৃত্বাধীন তদন্তকারী দল দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি, নাশকতা বা অবহেলার বিষয়গুলো আগেই বাতিল করেছিলেন।
উল্লেখ্য, ভারতের সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব গ্রহণ করেন। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীকে সমন্বয় করার জন্য এ পদ সৃষ্টি করা হয়েছিল। একই সাথে তিনি প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার ভূমিকায় ছিলেন। পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্বের পরামর্শকের ভূমিকায়ও ছিলেন ৬৩ বছর বয়সী বিপিন রাওয়াত।
আরও পড়ুন : সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা