২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে

করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধির কারণে নির্দিষ্ট সময়ে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

এসময় সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে কি না সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।