রেললাইনে প্লেন, বেঁচে গেছেন পাইলট

রেললাইনের ওপর প্লেন আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন প্লেনের পাইলট।

সঠিকভাবে উড্ডয়নে ব্যর্থ একটি প্লেন রেললাইনের ওপর আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন প্লেনের পাইলট।  

সোমবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রেললাইনের ওপররে ওই ঘটনায় কয়েক সেকেন্ড পরেই লাইন দিয়ে দ্রুতগতিতে ট্রেনটি চলে যায়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ টুইটারে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই পাইলটকে প্লেন থেকে বের করে নিয়ে আসছে। যখন কর্মকর্তারা পাইলটকে উদ্ধার করছিলেন তখন কয়েক ফুট দূরে ছিল একটি ট্রেন। উদ্ধারের কয়েক সেকেন্ড পরেই ট্রেনটি তাদের অতিক্রম করে।

ভিডিওটি শুট করেন ২১ বছর বয়সী মিউজিক কম্পোজার লুইস জিমেনেজ। তিনি বলেন, প্লেনটি সঠিকভাবে উড্ডয়ন করতে ব্যর্থ হলে এটি একটি রেললাইনে আছড়ে পড়ে। এ সময় প্লেনের কিছু ধ্বংসাবশেষ তার শরীরের আঘাত করলেও বেঁচে গেছেন প্লেনের পাইলট।

প্রতিবেদনে বলা হয়, আহত পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ট্রেনের কোনো যাত্রী এ ঘটনায় আহত হয়নি বলা জানা গেছে।

আরও পড়ুন : ভিন্ন রকম রেকর্ড, মাথায় নিয়ে ১০০ সিঁড়ি পার