স্থানীয় সময় শনিবার রাতে শিশু সহ ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে । প্রতিবেশীর ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয় মিনেসোটার দক্ষিণ মোরহেডের ওই বাড়ি থেকে।
সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিবেশীর ফোন পেয়ে শিশু সহ ৭ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রতিবেশীর ফোন পেয়ে শিশু সহ ৭ মরদেহ উদ্ধার করেছে মোরহেড পুলিশ। তবে জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা সবাই একই পরিবারের সদস্য কিনা বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানা যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে।
মোরহেড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেই সেখানে পৌঁছে একসঙ্গে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : নোবেল জয়ী অং সান সূচীকে ৪ বছরের কারাদন্ড