শরীয়তপুর প্রতিনিধি
উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নতুন করে চালু করতে যাওয়া মাওয়ার শিমুলিয়া-মঙ্গলমাঝি ফেরিঘাট। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ফেরি চালুর অপেক্ষায়।
বার বার পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি ধাক্কা লাগায় মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বাংলাবাজার ফেরিঘাট শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাটে স্থানান্তরিত করা হয়েছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে ইতোমধ্যে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ করে দেয়ায় শিমুলিয়া-মঙ্গলমাঝির ঘাট হচ্ছে ফেরি চলাচলের নতুন নৌপথ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২১ আগস্ট থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাটে নতুন করে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু করে। এখানে ফেরিঘাট সচল করার জন্য পন্টুন স্থাপনসহ বৃহস্পতিবার এ নৌরুটে ফেরি চলাচলের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক সুপারভাইজার আব্দুল্লাহ ইনাম বলেন, এই রুটে কবে থেকে ফেরি চলাচল শুরু করবে সে বিষয়ে বৃহস্পতিবার বিকেলে মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তবে শুক্রবার মঙ্গলমাঝির ফেরিঘাট উদ্বোধন করা হতে পারে বলে জানান এই কর্মকর্তা। এদিকে মঙ্গলমাঝির ঘাটে ফেরিঘাট স্থানান্তরিত করায় বিপুল উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে শরীয়তপুরবাসীর মধ্যে। মঙ্গলমাঝির লঞ্চঘাটের ইজারাদার মোখলেছ মাদবর বলেন, মঙ্গলমাঝির ঘাটে ফেরিঘাট স্থাপন করায় আমরা খুশি। এ অঞ্চলের জন্য যানবাহন চলাচলে নতুন দ্বার উন্মোচন করা হলো। পণ্য পরিবহনসহ নানা সুযোগ-সুবিধা বাড়বে ব্যবসায়ীদের। বিআইডব্লিউটিএ’র ঢাকা বিভাগীয় সহকারী কারিগরি প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, এই নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে। শরীয়তপুরের জাজিরার সড়ক সরু ও ভারি যানবাহন চলাচলের উপযোগী নয় বিধায় এখনই সব যানবাহন চলাচল সম্ভব হবে না। সড়ক প্রশস্ত হলে সব যানবাহন পার করা হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
জানা যায়, পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগার কারণে ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এই পথের যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করছেন। বাড়তি চাপে সেখানে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হন। এরপর ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি রো রো ফেরি ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১৩ আগস্ট কাকলি নামের একটি ফেরি পুনরায় একই পিলারে ধাক্কা দেয়। তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পারাপারে জন্য নতুন রোডে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট। পুর্বে যেখানে সময় লাগতো দেড় থেকে ২ ঘন্টা ।আর এ নতুন চ্যানেলে ফেরি চলাচল করবে পদ্মা সেতুর প্রায় ১ কিলোমিটার পূর্বদিক তথা নদীর ভাটি দিক েিয় ডাতে কওে সেতুতে কখন ও ধাক্কা লাগার কোন ঝুকি নেই।
বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌ-পথে ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই নৌপথে ফেরি ছাড়া হবে না। তবে জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট এলাকায় নতুন করে ফেরিঘাটটি নির্মাণ করা হচ্ছে।