চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের হার দ্রুত কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। আর সংক্রমিত হয়েছেন ১০৮ জন। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আরো জানান, করোনা ওয়ার্ডে এখন অনেক শয্যা ফাঁকা। গত দুই মাসে এমনটি চোখে পড়েনি।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এতে সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ, যা জেলাবাসীর জন্য স্বস্তির খবর। তবে এই অবস্থায় সংক্রমণ যেন না বাড়ে তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
এদিকে,চাঁদপুরে সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার দুইজন। আর করোনায় মারা গেছেন ২২৫ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো প্রায় ৬০০ জন।