ঢাকা উত্তর ছাত্রদলের সব কমিটি বাতিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তরের দপ্তর সম্পাদক মো. তানভীর আহমদে খান ইকরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, সব কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।