বিকালে ঢাকার মেয়র এবং এমপিদের সঙ্গে মতবিনিময় আ.লীগের

ঢাকা: ঢাকার দলীয় সংসদ সদস্য এবং ঢাকা সিটিতে বিজয়ী মেয়রের সাথে মতবিনিময় করবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মতবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।