ইতালিতে একদিনে ৭৯৩ জনের প্রাণহানির রেকর্ড: প্রতি ৪ মিনিটে একজনের মৃত্যু

ইউরোপের দেশ ইতালি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৭৯৩ জন। এখন পর্যন্ত যেকোনও দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী লোম্বার্ডি প্রদেশ। প্রায় তিন সপ্তাহ ধরেই অবরুদ্ধ গোটা ইতালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। জনগণকে আপাতত বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

লোম্বার্ডি প্রদেশে বসবাসরত একজন বাংলাদেশী ডে নিউজকে জানান, এ যাবত যত লোক মারা গেছে তার তিনের দুই ভাগই এ প্রদেশের। যাদের বয়স ৬০-১১০ বছরের মধ্যে। তারা বেশির ভাগই দীর্ঘদিন থেকে হাই সুগার, ব্লাড পেশার বা হৃদরোগের মতো জটিল রোগে ভুগছিলেন। তারা ২-৪ সপ্তাহকাল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। তার মতে প্রতি ৪ মিনিটে একজনের মৃত্যুতে ভয়াবহ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্বপ্নের দেশ ইতালী।

করোনাভাইরাসে চীনের পর বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৫৫৭ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ হাজার ৮২৫ জন।

আজ থেকে ঠিক এক মাস আগে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো মাত্র ৪ জন, মৃত্যুর সংখ্যা শূন্য। সেই ইতালিতে আজ একদিনেই মৃতের সংখ্যা ৭৯৩ জন। এতোটা নিয়ন্ত্রণে থাকার পরও তাদের এই ভয়াবহ চিত্র। আমাদের দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৪, মৃতের সংখ্যা ০৩ জন। আমাদের দেশের দায়িত্বশীলদের আরও বেশি সচেতন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ সকলের। নচেৎ যে কোন দায়িত্বহীনতায় আজ থেকে এক মাস পরে আমদের এই বাড়তে থাকা সংখ্যার অংক কোথায় পৌছাবে ভাবা মুশকিল!