ছায়া হয়ে মুজিব বর্ষের অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানটি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হচ্ছে না। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরটি পিছিয়ে গেছে। এবার সীমিত পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও বার্তার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি থাকছে।
বুধবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদলকে এ তথ্য জানান। তিনি এদিন দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের ফাঁকে কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিদলটি এ মুহূর্তে দিল্লি সফর করছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদির উপস্থিতির পরিকল্পনার প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর ধারণকৃত ভিডিও বার্তা থাকবে। এর মধ্য দিয়ে বিশেষ ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের উপস্থিতি থাকছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশকে ১০০টি অ্যাম্বুলেন্স দেবে জানিয়ে দেশটির পররাষ্ট্রসচিব বলেন, এছাড়া দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে বাংলাদেশকে আরও ৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা তৈরির প্রস্তুতি চলছে। ওই বার্তায় ১৫০টি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রসঙ্গ উল্লেখ থাকতে পারে। এর পাশাপাশি রাজশাহী, সিলেট ও বরিশালে ভারতীয় অনুদানে বাস্তবায়িত প্রকল্প চালুর ঘোষণা আসতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

এদিকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে, তা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সম্ভাব্য অতিথিদের গতকাল মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তাঁদের ভিডিও বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। [সুত্রঃ প্রথম আলো]