বিনোদন ডেস্কঃ
ভারতীয় সিনেমা গোটা বিশ্ব জুড়েই বেশ পরিচিত এবং জনপ্রিয়। বিশ্বের বিনোদন মাধ্যমে ভারতীয় সিনেমা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে এক্ষেত্রে বলিউডের নির্মিত সিনেমা রয়েছে প্রথম সারিতে। অবশ্যে সম্প্রতি বলিউড সিনেমাকে পিছেনে ফেলে তেলেগু এবং তামিল ও কন্নড় সিনেমা হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে। বর্তমান সময়ে ‘কেজিএফ টু’ (KGF 2) সিনেমা নিয়ে চলছে বেশ আলোচনা। এরই সুত্র ধরে এবার প্রকাশ্যে এলো এই সিনেমার আয়ের পরিমান।
মুক্তির প্রথম ৩ দিনেই রাজস্ব রেকর্ডে কেজিএফ (KGF 2)-এর সিক্যুয়াল সবাইকে পেছনে ফেলেছে। নতুন রেকর্ড গড়েছে। সঞ্জয় দত্ত এবং যশ অভিনীত ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ১৪১.৫০ কোটি রুপি।
বক্স অফিস ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, ‘কেজিএফ টু’র জন্য ছুটির সুবিধা ছিল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। যার ফলে দর্শক আরও বেশি ছিল। এখন যে কেউ বলতে পারে, মুক্তির সেরা দুই সপ্তাহ দক্ষিণী সিনেমার দখলে। এখনকার সময়ে ব্রান্ডিং বিশাল গুরুত্বপূর্ণ। ‘কেজিএফ টু’ এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ উভয়ই তাদের প্রথম কিস্তি দিয়ে বোর্ডজুড়ে প্রশংসা পেয়েছে। যার কারণে সিনেমার দ্বিতীয় কিস্তিতে সেই ব্রান্ডিং কাজে লেগেছে।
সঞ্জয় দত্তের ‘কেজিএফ টু’ হলো অষ্টম সিনেমা যা মুক্তির প্রথম সপ্তাহেই ১০০কোটি আয় করেছে। সপ্তাহ শেষ হতে এখনো অনেকটা বাকি। সিনেমাটি এখন নতুন রেকর্ড গড়ার অপেক্ষায়। সঞ্জয় দত্ত ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা টান্ডন।
এদিকে কেজিএফ ২ মুক্তির পর রীতিমত উচ্ছাসে মেতেছেন ছবির ভক্তরা। সাউথ সিনেমার এই সাফল্যের রেশ শেষ পর্যন্ত কোন কোন রেকর্ড করে এখন সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা।
আরও পড়ুনঃ ইফতার পার্টিতে দুই খান একসাথে!