বিনোদন ডেস্কঃ
বলিউডের দুই প্রভাবশালী খান শাহরুখ-সালমানের মধ্যে দারুণ বন্ধুত্ব। বিপদে কিংবা আনন্দে একে-অপরের পাশে থাকেন সবসময়। সদ্য একটি ইফতার পার্টিতে অংশ নিয়ে নজর কেড়েছেন এই দুই তারকা। মুহূর্তেই সমস্ত আকর্ষণ এসে পড়ে তাদের ওপর। ইন্টারনেট জগতেও ভাইরাল হয়ে গেছে তাদের ছবি এবং ভিডিও।
করোনার জেরে দু-বছর বন্ধ থাকবার পর চলতি বছর ফের একবার মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী আয়োজন করেছিলেন গ্র্যান্ড ইফতার পার্টির। মুম্বাইয়ের তাজ ল্যান্ড এন্ডসে আয়োজিত এই ইফতার পার্টিতে শুধু বড় পর্দার নয়, উপস্থিত ছিলেন ছোট পর্দার একঝাঁক তারকা। তবে সবার মধ্যমণি ছিলেন শাহরুখ-সালমান ই!
শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আবার সালমানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’তেও বিশেষ চরিত্রে হাজির হবেন কিং খান।
শনিবার রাতে রণবীর-আলিয়ার রিসেপশনে মুখ দেখাননি শাহরুখ। এবার অবশ্য তেমনটা ঘটল না। রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেল বাদশাকে।
বছর দশেক আগে ক্যাটরিনার এক জন্মদিনের পার্টিতে দুই খানের মধ্যে মনোমালিন্য হয়েছিল। সেই অভিমানের দেয়াল ভেঙেছিল এই বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে। ২০১৪ সালে তারা বাবা সিদ্দিকীর আমন্ত্রণে এসে ভুলে যান সব অভিমান। গলায় গলায় মিলে ফের ভাই হয়ে যান।