হোম বাংলাদেশ জাতীয় চট্টগ্রামে পতেঙ্গা থানা এলাকায় লরির ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুসহ দু’জনের...

চট্টগ্রামে পতেঙ্গা থানা এলাকায় লরির ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুসহ দু’জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ মে) রাতে সাড়ে আটটায় পতেঙ্গায় বাটার ফ্লাই মোড়ে প্রজাপতি পার্কের কাছে ।

এরপর শুক্রবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৪ বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়। নিহত একজনের নাম আসাদুজ্জামান সানি। সানির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুকুরে শনাক্ত হওয়া শিশুর মরদেহ শুক্রবার গভীর রাতে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে ডুবে থাকা লরির চাকায় চাপা অবস্থা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় গুরুতর আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ইমরান, নুরুল আমিন, তাসপিয়া ও  নুসরাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে লরিটি একটি রিকশাকে চাপা দিয়ে পালাতে থাকে। দ্রুত বেগে পালানোর সময় প্রজাপতি পার্কের পাশে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ফুটপাতে থাকা ছয়জনকে ধাক্কা দিয়ে লরিটি পাশের পুকুরে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে চারজনকে চমেক হাসপাতালে পাঠান। সেখান থেকে আসাদুজ্জামান সানি নামে একজন মারা যায়। অন্যদিকে শিশুটি অনেকক্ষণ নিখোঁজ থাকার পর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রজাপতি পার্কে ও নেভাল এলাকায় ঘুরতে এসে দুর্ঘটনায় পড়ে একই পরিবারের পাঁচ সদস্য। ফুটপাতে হাঁটার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, শুক্রবার রাতে চমেকের জরুরী বিভাগে আহত ৪ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।র্

Fabrics View (North Badda)