খুব শীঘ্রই খেতে পরবেন রাজশাহীর আম
রাজশাহী ব্যুরো:
গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ। আজ বুধবার (১৫ মে) থেকে প্রতিবারের মত জেলা প্রশাসন ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া চলবে। সকাল থেকে রাজশাহীর বানেশ্বর এলাকায় গাছ থেকে আম নামাচ্ছে চাষীরা।
ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে সকল প্রকার গুটি, ২৫ মে থেকে গোপালভোগ-রানিপছন্দ, ৩০ মে থেকে খিরসাপাত, ২৫ মে থেকে লক্ষণভোগ-লখনা, ১০ জুন থেকে ল্যাংড়া-ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে বারি আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি এবং কাটিমন ও বারিআম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।
নির্ধারিত সময়ে পরিপক্ক আম কৃষক ও ব্যবসায়ীদের আম বাজারজাত করার করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এবছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষমাত্রা ২ লক্ষ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন।