আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন

আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন

আসছে নির্বাচন-২০২৪ বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন ।

প্রধান নির্বাচন কমিশনার ড. নাজমুল বারী তার বিবৃতিতে জানান,

আগামী ১৭ ও ১৮ মে ২০২৪ বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী একই সময়ে সমিতির নতুন কার্যনির্বাহক কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিয়মাবলী সমিতির গঠনতন্ত্রের ১১-১২ পৃষ্ঠায় সবিস্তারে বর্ণিত আছে। উলে­খ্য, যারা ০৩ এপ্রিল ২০২৪-এর মধ্যে (ক) সাধারণ সদস্যপদ নবায়ন করেছেন (খ) নতুন সাধারণ সদস্য পদ লাভ করেছেন এবং (গ) আজীবন সদস্য হয়েছেন, শুধু তারাই ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। নির্বাচনের বিস্তারিত সময়সূচি, নির্বাচনী আচরণবিধি ও পরিপালনীয় বিষয়াবলী এই সাথে সংযুক্ত করা হলো।

  • Save

 

নির্বাচনী সকল কার্যক্রম সমিতির অফিস ও সম্মেলনস্থলে (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রমনা, ঢাকা) অনুষ্ঠিত হবে। ১৭ মে ২০২৪ তারিখ সম্মেলনের উদ্বোধন এবং ১৮ মে ২০২৪ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড. নাজমুল বারী বাংলাদেশ অর্থনীতি সমিতির আসন্ন নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছে।

 

এবারের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০/- (তিনশত)  টাকা মাত্র।

 

২২তম দ্বিবার্ষিক সম্মেলন বিস্তারিত জানতে দেখুন : নির্বাচন কমিশনের প্ত্র ও তফসিল

বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ এর প্রথম দিন ১৭ মে ২০২৪(শুক্রবার) উদ্ভাবনী অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি

২২তম দ্বিবার্ষিক সম্মেলন

সম্মেলন কার্যক্রম

০৯:০০ আমন্ত্রিত আসন গ্রহণ
০৯:৫০-০৯:৫৫ জাতীয় সংগীত
০৯:৫৫-১০:০০ স্বাগত বক্তব্য
১০:০০-১১:০০ প্রধান অতিথির ভাষণ
১১:০০-১১:১০ সভাপতি এর ভাষণ
১১:১০-১১:১৩ ধন্যবাদ জ্ঞাপন
১১:১৩-১১:৩০ চা বিরতি

সম্মেলনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন :

BEA Programme schedule_22nd Biennial Conference_Short-12-5-2024

নির্বাচন-২০২৪

ডে নিউজ বিডি এর পক্ষ থেকে নির্বাচন-২০২৪, ২২ তম দ্বিবার্ষিক সম্মেলনের জন্য অনেক
শুভেচ্ছা ।