সারাদেশ যখন তীব্র তাপদাহে পুড়ছে, সিলেটে তখন বৃষ্টিপাত হচ্ছে

সারাদেশ যখন তীব্র তাপদাহে পুড়ছে, সিলেটে তখন বৃষ্টিপাত হচ্ছে

যখন সারাদেশ তীব্র তাপপ্রবাহে পুড়ছে, সিলেট তখন বৃষ্টিপাত হচ্ছে। রবিবার (২১ এপ্রিল) ভোর ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কেবল সিলেটেই ৫৬ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সময় সারা দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও সিলেটে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেট ছাড়া সারাদেশের আর কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। অর্থাৎ সিলেট ছাড়া সারাদেশে শূন্য মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন ২০.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে দিনাজপুরে। সে সময় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি।

গত কয়েকদিন ধরেই সারা দেশে প্রখর তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে জনজীবন এক রকম বিপর্যস্ত। তবে সিলেটে কিছুটা ব্যতিক্রম ছিল আবহাওয়া। সারাদিনই প্রখর রোদ ছিল না সিলেটে। আকাশে ছিল মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। রবিবার এর ব্যতিক্রম ছিল না। বিকালে নামে স্বস্তির বৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, এই কালবৈশাখী মৌসুমে আবহাওয়া এমনই থাকবে। কখনো বৃষ্টি হবে, কখনো ঝড় হবে আবার কখনো তীব্র তাপপ্রবাহ হবে। আজকে যে বৃষ্টি হবে সেটার পূর্বাভাস ছিল। তবে ভৌগলিক অবস্থানের কারণে সিলেটে দেশের অন্যান্য জায়গার থেকে গরম অনেক কম অনুভূত হচ্ছে।  শুধু তাই নয়, এই ভৌগলিক অবস্থানের কারণ সিলেটে যেখানে সেখানে বেশি বেশি গাছ লাগানো এবং সাধারণ মানুষের পরিবেশের প্রতি সচেতনতা, যা ঢাকার পাশ্ববর্তী এলাকা আর অন্যান্য জায়গাগুলোতে লক্ষ্য করা যায় না।

Advertisement- New Era IT Village

 

  • Save