তীব্র তাপদাহের কারণে আগামী ২৮ এপ্রিল পযর্ন্ত বন্ধ সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান
তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি সাত দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি শেষে আজ রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল, তা আগামী ২৮ এপ্রিল খুলবে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি বাড়ানোর নির্দেশনা জারি করেছে।
গতকাল দুপুরে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর ঘোষণা আসার পর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা।
তবে সন্ধ্যা নাগাদ সরকারি ঘোষণার সঙ্গে মিল রেখে নিজ নিজ ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ছুটি বাড়ানোর নোটিশ পাঠায়। এতে স্বস্তিতে ফেরেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
তবে আগামী ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২৮ এপ্রিল খুলবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট দপ্তরে এ নোটিশ পাঠানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
অভিভাবক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিয়াউল কবির দুলু কালের কণ্ঠকে বলেন, ‘তীব্র গরমে যেখানে বাসায় থাকাটাই কষ্টকর হয়ে পড়ছে, সেখানে স্কুলে বাচ্চাদের লেখাপড়া করাটা কঠিন হয়ে পড়বে।
অনেক শিশু অসুস্থ হওয়ার শঙ্কা ছিল। তাই গত শুক্রবার থেকে আমরা সাত দিনের ছুটি বাড়ানোর জন্য বিবৃতি দিই। শিক্ষার্থীদের কষ্টের ব্যাপারটি বিবেচনা করে সাত দিনের ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ, কিন্তু বোর্ড পরীক্ষাগুলো যথারীতি চলবে।
তীব্র তাপদাহের কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র দাবদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে