করোনা প্রতিরোধে লড়বে শক্তিশালী ৩ কমিটি : স্বাস্থ্যমন্ত্রী

সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রবেশ করেছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস আমাদের দেশেও চলে আসতে পারে। তবে যদি চলেও আসে তার জন্য স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি দেশের সব বন্দরে মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক-নার্সদের প্রস্তুত রাখা, সার্বক্ষণিক হটলাইন খোলা রাখার ব্যবস্থার পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক তিনটি শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

রাজধানীর মহাখালীর নিপসমের পুনঃসজ্জিত অডিটোরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধনকালে বুধবার (৪ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও আন্তঃমন্ত্রণালয়ের ক্ষেত্রে আমার নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবসহ- এডিবি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউএসএইডসহ মোট ৩১ সদস্যবিশিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি করে দেওয়া হয়েছে। কাজেই দেশে কোনো কারণে যদি করোনা ভাইরাস চলেও আসে তবে তা আশঙ্কার কারণ হতে পারবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিপসমের পরিচালক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।