উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল : প্রধানমন্ত্রী

ঢাকা : বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান মনস্ক করে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের রোলমডেল।

বৃহস্পতিবার (০৫ মার্চ)রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান- ২০২০ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা প্রযুক্তিতে উন্নত হয়েছি। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন। অথচ আগে প্রতি মিনিটে এই মোবাইলে কল করলেও দশ, ধরলেও দশ টাকা দিতে হতো।

তিনি আরো বলেন, বিশ্ব এখন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদেরও বিশ্বর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

দেশের উন্নয়নে গবেষণা গুরুত্বপূর্ণ উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণা করলেই হবে না, সেটা দেশের কাজে আসছে কিনা সেদিকেও দেখতে হবে।