একই দিনে রাজধানীর বনানী ও মুন্সীগঞ্জে দুই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

অগ্নিকাণ্ড- ১

রবিবার (২৪ মার্চ) দুপুর ১টায় মুন্সীগঞ্জে সুপার বোর্ড কারখানায়  এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারছে না। প্রায় ৫ ঘণ্টা পর বৃষ্টি নামলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কর্তৃপক্ষ বলছে, ২০১৩ সালে এই কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ৫ দিন। এদিকে আগুনের কারণ উদ্‌ঘাটনে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে সুপার বোর্ড ফ্যাক্টরি। আগুনের লেলিহান শিখা জ্বলছে নদীতেও। নদীর তীরঘেষা ফ্যাক্টরিটি আগুন থেকে রক্ষায় অনেক উপকরণ মেঘনা নদীতে ফেলে দেয়া হয়, সেখানেও আগুন। ফ্যাক্টরির পাশে থাকা পাটখড়ি বোঝাই বিশাল ট্রলারেও আগুনের শিখা।

  • Save
  • Save

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সঙ্গে নদী থেকে দুটি জাহাজও আগুন নেভাতে যোগ দিয়েছে। টানা পৌনে ৫ ঘণ্টা চেষ্টার পর অঝোর ধারায় চৈত্রের আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ মনে করছে, কাঠের গুঁড়া ও পাটের খড়ি দিয়ে তৈরি সুপার বোর্ডের বড় বড় স্তূপ থাকায় আগুন দীর্ঘস্থায়ী হয়েছে। এদিকে আগুনের কারণ উদ্‌ঘাটনে জেলা প্রশাসন এডিএমকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

টিকে গ্রুপের পরিচালক মো. সাইফুল আতাহার তাসলিম জানান, বৃষ্টিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কাঠের গুঁড়া ও পাটের খড়ির কারণে আগুন নিভতে সময় লাগছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ১২টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তবে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যাক্টরির মাঝামাঝি স্থানে দুপুর ১টার দিকে আগুন লাগে। এরপরই কর্মীরা ছুটাছুটি শুরু করে। আগুন নেভানোর নিজস্ব চেষ্টা ব্যর্থ হলে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের মধ্যেও পানি ছড়িয়ে দিয়ে ছোট ছোট ক্রেনযুক্ত গাড়িতে করে কিছু মালামাল সরানোর চেষ্টা করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে রপ্তানি সহ দেশব্যাপী ব্যাপক চাহিদার এই সুপার বোর্ড কারখানাটিতে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রাতভর চেষ্টার পরও এখনও নিয়ন্ত্রণে আসে নি, আগুন জ্বলে উঠছে কিছু সময় পর পর।

অগ্নিকাণ্ড- ২

 একইদিনে বিকাল ৪টার দিকে রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগার খবর আসে।

রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণসহ সার্বিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, আগুনের খবর শোনার পরপর সেখানে প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বিকেল চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১২টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, “রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে” ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত একটি তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ এ আরাফাত। তিনি জানান, এই আসনের সব নাগরিকের বিষয়ে খোঁজ নেওয়া এবং তাঁদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার সর্বদাই পালন করে যাবেন তিনি।

  • Save

রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণসহ সার্বিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, আগুনের খবর শোনার পরপর সেখানে প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে।

 

মুক্তা আক্তার

ডে নিউজ বিডি

২৫ মার্চ, ২০২৪