হোম তথ্যপ্রযুক্তি পলাশপুরের বেকারত্ব দূরীকরণে আয় করার সুবিধা দিচ্ছে নিউ এরা আইটি ভিলেজ

পলাশপুরের বেকারত্ব দূরীকরণে আয় করার সুবিধা দিচ্ছে নিউ এরা আইটি ভিলেজ

দেশে কর্মক্ষম মানুষের তুলনায় কর্মসংস্থানের সুযোগ সীমিত। বাংলাদেশ পরিসংখ্যান সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। কর্মক্ষম প্রতিটা মানুষ দেশের জন্য মূল্যবান মানব সম্পদ। বাংলাদেশের জনসংখ্যার বড় একটা অংশ শিক্ষিত বেকার। শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করলে দেখা যায়, বেকার জনগোষ্টির মধ্যে ৫ থেকে ৬ লাখ শিক্ষিত বেকার আছেন। কিন্তু কাজের অভাবে অপচয় হচ্ছে এইসব জনশক্তি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। একজন শিক্ষিত বেকার সহজে স্বাবলম্বী হতে পারেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। এই পৃথিবীর বিভিন্ন দেশের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করা যায়। এটি দেশের বৈদেশিক মুদ্রার পরিমাণও বৃদ্ধি করে। বর্তমানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করছে।

তাই নিউ এরা আইটি ভিলেজ নিয়ে এসেছে পলাশপুরে ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ। এটি একটি স্বতন্ত্র ধর্মী প্রতিষ্ঠান। যার মুখ্য পরিচালক এবং ঢাকা নিউ সিটির মালিক এমডি আলতাফ হোসাইন।

 

এখানে যা যা সুবিধা পাওয়া যাবেঃ

  • ন্যূনতম খরচে এখানে শেখার সুযোগ থাকবে
  • আরো থাকবে সঠিক গাইডলাইন
  • ডাটা এন্ট্রির কাজ করেও ইনকাম করার সুযোগ পাওয়া যাবে
  • যতদিন পর্যন্ত সফল ফ্রিল্যান্সার না হচ্ছেন, ততদিন পাবেন আপনার পাশে থাকার নিশ্চয়তা দিবে

    এখানে যে যে কোর্স করতে পারবেনঃ
  • কম্পিউটার বেসিক কোর্স
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন

প্রতিষ্ঠানটি পলাশ পুরের নিউ ঢাকা সিটি রিসোর্ট এর সংলগ্নে; পলাশপুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জে অবস্থিত।