হোম বাংলাদেশ জাতীয় আজকের নির্বাচনের খবর ৭ই জানুয়ারি ২০২৩

আজকের নির্বাচনের খবর ৭ই জানুয়ারি ২০২৩

গণতান্ত্রিক একটি দেশে জনগণের আশা প্রত্যাশা পূরণের হাতিয়ার  হচ্ছে নির্বাচন আর চলে এসেছে সেই মহেন্দ্রক্ষণ কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটকেন্দ্রে ভোট দান।

জাতির উদ্দেশ্যে সিইসি কাজী হাবিবুল  আউয়াল ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ।

আইন শৃঙ্খলা বাহিনীর সব জনবল নিয়ে নির্বাচন শুরু করা হয়েছে, কেউ নাশকতার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে- আইজিপি।

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট হবে ২৯৯ আসনে। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ১৪৮টি। নির্বাচনের দায়িত্ব পালন করছেন ৮ লাখ কর্মকর্তা কর্মচারী। জাতীয় ভোটার দিবসে  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি ;ভোটার সংখ্যা তার ৭০%।  বর্তমানে দেশের ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১        হাজার  ৪৪০ জন। দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৩৬৭ পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছে।

ভোট গ্রহণ শুরু সকাল আটটায়, চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সিটি কলেজ কেন্দ্রে সকাল ৮ টায় ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । একই কেন্দ্রে ভোট দেবেন শেখ রেহানা , সজীব ওয়াজেদ জয়।

 

 

   ব্যালট পেপার বিতরণের কার্যক্রম সব সময় আগের দিন সম্পূর্ণ করা হয় কিন্তু এই প্রথমবার ব্যালট পেপার বিতরণ সম্পূর্ণ করা হয় প্রত্যেক কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে ।

 

প্রায় সব কেন্দ্র থেকে জানা গিয়েছে যে, প্রত্যেকটি কেন্দ্রের পরিবেশ ও পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে তাই তারা আশা করছেন এমন যদি অবস্থা থাকে তাহলে এই নির্বাচনের মাধ্যমে একটি ভালো ও শান্তিপূর্ণ  ভোট ও নেতৃত্ব দেয়া সম্ভব হবে।