বরিশালে বিএনপির অবরোধের সমর্থনে মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল রোড এলাকায় এই ঘটনা ঘটে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সমর্থনে বেলা ১২টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনে নগরীর সদর হাসপাতাল এলাকায় নেতাকর্মীরা একটি ঝটিল মিছিল বের করে। মিছিলটি সোনালী মোড় পর্যন্ত পৌঁছালে সাদা পোশাকে ছদ্ধবেশে থাকা পুলিশ ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এছাড়াও সকাল ৯টার দিকে বরিশাল নগরীর বিএম কলেজ এলাকায় অবরোধের সমর্থনে ঝটিল মিছিল করেছে জেলার ছাত্রদল।