আবারো নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে ইসরাইল এবং হামাসের মধ্যে।

এই যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র । দুই পক্ষই যুদ্ধবিরতি চায়।হামাস ইসরাইলকে দুটি শর্ত দিয়েছে যা ইসরাইল মানতে রাজি নয়।  এমন সময় জিম্মিদের নতুন ভিডিওপ্রকাশ করে হইচই ফেলে দিয়েছে হামাস।

  • Save

এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন :

বার্তা সংস্থা  রাইটার্স  জানায়, ইসরাইল এবং হামাস উভয়ই  জিম্মি মুক্তি এবং যুদ্ধ বিরতির পক্ষে  কিন্তু কিভাবে এটি কার্যকর হবে সেটা নিয়ে দুটো পক্ষের মধ্যে  মতবিরোধ রয়েছে।

  • Save

 

 

 

 

জানা যায় ইসরাইলকে হামাস দুটো শর্ত দিয়েছে  :

১. কোন কোন জিম্মি মুক্তি দেওয়া হবে সেটা তারাই

ঠিক করবে ।

২. ইসরাইলদের সেনাদের  পূর্ব নির্ধারিত অবস্থানে

ফিরে যেতে হবে।

ইসরাইল হামাসের প্রথম শর্তটি মেনে নিয়েছে।  তবে সেনাদের  পূর্ব নির্ধারিত অবস্থানে নিতে নারাজ ইসরাইল।

এরই মধ্যে নিজেদের হাতে থাকা জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস।  তাতে তিন বয়স্ক ইসরাইলি জিম্মিকে দেখা গেছে।  ভিডিওতে এক বয়স্কলোক কে বলতে দেখা গেছে তাদের স্বাস্থ্যগত ও কঠিন পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে ব্যাপক  ভোগান্তি পোহাতে হচ্ছে তাই  ইসরাইলি সরকারকে  তাদের মুক্তির জন্য  তৎপর হতে আহ্বান করছেন। ভিডিওতে থাকা একজনের আত্মীয় বলেছেন যে, তাকে দেখে প্রথমে সে খুশি হয়েছে  হয়েছে এই ভেবে  সে বেঁচে আছে কিন্তু পরে কষ্ট পান কেননা তার ওজন অনেক  কমে গেছে এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছে।  এদিকে সংবাদে সম্প্রচারিত এক ভাষণে দেখা গেছে আরডিএফ এর  মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগেরি হামাসের এই ভিডিও কে অপরাধপ্রবণ এবং সন্ত্রাসী প্রবন কার্যক্রম হিসেবে মন্তব্য করেন। তিনি আরো জানান ইসরাইলি সরকার যে কোন মূল্যে জিম্মিদেরকে মুক্ত করাবেন ।