হোম ধর্ম ও জীবন সিভিল এভিয়েশন ময়দানে আজ শুরু হলো দাওয়াতে ইসলামীর ইজতিমা

সিভিল এভিয়েশন ময়দানে আজ শুরু হলো দাওয়াতে ইসলামীর ইজতিমা

ঢাকার হজ্জ ক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দানে আজ শুরু হলো আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা #ইজতিমার । এই বিশাল দ্বীনি দাওয়াতের কার্যক্রম চলবে ৪, ৫ ও ৬ মার্চ। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান যোগ দিয়েছেন এই ইজতিমায়। প্রথম দিনই লাখো মানুষের ঢল নেমেছে ইজতিমা ময়দানে। দেশের দূর দূরান্ত ছাড়িয়ে বিদেশি মুসল্লিরাও যোগ দিয়েছেন এই ইজতিমায়। বুধবার সকাল থেকে চলছে প্রথম দিনের বিষয়ভিত্তিক বয়ান, মিলাদ ও দোয়া মোনাজাত। সিভিল অ‌্যাভিয়েশনের মাঠে একসঙ্গে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন।

প্রথম দিনে বিষয়ভিত্তিক বয়ানে অংশ নেন ‘ইসলামে উত্তম ব্যবহার ও এর বরকতসমূহ নিয়ে দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ জাকির আত্তারী, ‘ধর্যশীলতার ফজিলত নিয়ে মুবাল্লিগ আলফেসানী আত্তারী, ‘আউলিয়া কেরামের মহাত্ম্য ও মর্যাদা নিয়ে কোরআন-হাদিসের দলীলভিত্তিক আলোচনা করেন মুবাল্লিগ মুহাম্মদ মসউদ আত্তারী, গানবাজনার পরিণতি নিয়ে বয়ান করেন মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। এছাড়া আদব-কায়দা, সালাম ও মুসাফাহার সুন্নাতসমূহ, আজান, অযু, নামাজের হুকুম আহকাম শেখানো হয় ইজতিমায়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকির আজকার ও নফল এবাদতের মশগুল মুসল্লিরা।

বিষয়ভিত্তিক বয়ানে বক্তারা বলেন, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সুন্দর সমাজ গঠনে মহানবীর উত্তম চরিত্র অনুসরণের বিকল্প নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, ইসলাম নিয়ে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।

আজীবন তার সুন্নাত হুবহু অনুসরণ করার মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠন সম্ভব। আর তা একে একে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দাওয়াতের ইসলামীর ক্বারী হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারী। নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ শোয়েব আত্তারী ও আলী হামজা মাদানী।

দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল আত্তারী ও দাওয়াতে ইসলামীর জিম্মাদার মোহাম্মাদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী জানান, সরকারের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে তিনদিনের ইজতেমা চলছে। দেশ বিদেশে লাখো আশেকে রাসুল (দ.) ইজতিমায় অংশ নিয়েছেন।

তারা বলেন, বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা হচ্ছে। এই ইজতেমা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও চলবে কোরআন-হাদিসের ওপর বিষয়ভিত্তিক আলোচনা। ইসলামের আলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদ হারাম নিয়ে আলোচনা হবে।