সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রুহুল কবির রিজভী। বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এ অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।
বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
জাতীয় নির্বাচন ঠেকাতে গত ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার বাদে সব কার্যদিবসে হরতাল বা অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দেয়নি বিএনপি।
অবশ্য হরতাল বা অবরোধ না করলেও এদিন দলটি ‘সরকারি দমন-পীড়ন’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করে।
দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরির মাধ্যমে সরকার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। এখন আমদানি করার মতো ডলার নেই, এলসিও বন্ধ। ১০০ বিলিয়ন ডলারের বেশি ঋণের পাহাড় আর ১৫ বিলিয়ন ডলারের তলানীতে রিজার্ভ নামিয়ে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিজভী বলেন, ‘গতকাল কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি মার্চের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।
ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র এ নেতা দাবি করেন, গুম, খুন, লুটপাট, ভোট ডাকাতি, কেন্দ্রীয় ব্যাংক লুট, অর্থপাচার, সীমাহীন মূল্যস্ফীতি, ধোঁকাবাজির ঘটনা থেকে নিজেদের বাঁচানোর জন্য এখন ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর ফন্দি আটছে সরকার। শেখ হাসিনা দেশের ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াত্বে অসহায় হয়ে পড়েছেন। এ জন্য অগ্রিম দোষ চাপানোর চেষ্টা করছেন।
এ অবস্থায় ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে জয়লাভের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ব মানবাধিকার দিবসের আগের দিন অনুষ্ঠিত ব্রিফিংয়ে রিজভী আরও অভিযোগ করেন, মানুষকে গুম, খুন ও অপহরণ করে, গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ বানিয়ে, দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছে সরকার।