হোম তথ্যপ্রযুক্তি হ্যাকিং ঠেকাবেন যেভাবে

হ্যাকিং ঠেকাবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হ্যাকারদের পাতা ফাঁদে পা দেওয়া।

আজকাল প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা শোনা যায়। প্রযুক্তি ভালো বোঝে এবং যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করেছেন, এমন ব্যবহারকারীদেরও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হ্যাকারদের ফাঁদে পা দেওয়া।

আপনি হয়তো মেসেঞ্জারে একটি লিংক পেলেন, যাতে লেখা, ‘ জানো কে মারা গেছে?’ আপনি লিংকে ক্লিক করলেন, দেখলেন প্রায় ফেসবুকের মতো দেখতে একটি ইন্টারফেস, কিন্তু আপনাকে আবারও লগইন করতে বলা হচ্ছে। আপনি কিছু না ভেবেই ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিলেন। ব্যাস! আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলো। কারণ ফেসবুক মনে করে যে, ওয়েবসাইটে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিলেন, সেটি আসলে ফেসবুক নয়। কেননা ফেইসবুক বার বার পাসওয়ার্ড দিতে বলে না।

যখনই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ ইন করবেন, খুব ভালোভাবে ইউআরএল (ওয়েব অ্যাড্রেস) দেখে নিতে হবে। দেখতে হবে ওয়েবসাইটের ঠিকানা https://www.facebook.com দিয়ে শুরু হয়েছে কিনা। ‘facebook’ বানান খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় হ্যাকাররা ‘facebok’, ‘ffacebook’ বা  ‘facbook’ ইত্যাদি ভুল  ইউআরএল ব্যবহার করতে পারে। এসব ভুল এড়াতে ব্রাউজারের এড্রেস বারে নিজেই facebook.com লিখে সার্চ দিন। মোবাইল অ্যাপের ক্ষেত্রে এ সমস্যা নেই।

থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন।  সন্দেহজনক কিছু দেখলেই সেই অ্যাপ বা ওয়েবসাইট মুছে দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে দিন।

সাধারণত কেউ যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে পারে, সেটা যেকোনোভাবেই হোক, তখনই অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটে। ফেসবুক এক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে লগ ইন করে। কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে বিভিন্ন দিক থেকে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন।