মাশরাফির বিচক্ষণতায় হারতে হারতে ম্যাচ জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ৩২২ রান করে টাইগাররা ধরেই নিয়েছিল জয় নিশ্চিত। কিন্তু বাজে বোলিংয়ের কারণে জয়ের ম্যাচেও পরাজয়ের দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ দল।

নিশ্চিত পরাজয় জেনেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ডোনাল্ড ত্রিপোনো শেষ বলে ছক্কা হাঁকাতে না পারায় ৪ রানে হেরে যায় জিম্বাবুয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিয়ে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।

জিততে শেষ চার বলে ১৮ রান দরকার ছিল জিম্বাবুয়ের, বোলিং এ ছিলেন আল-আমিন। পরপর দুই বলে দুই ছক্কা হাকান ডোনাল্ড ট্রিপানো।ট্রিপানো খেলেন ২৮ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস কিন্তু ম্যাচ বাচাতে পারেননি তিনি। শেষ চার বলে জিম্বাবুয়ের দরকার ছিল ১৮ রান। পরপর দুই বলে দুই ছক্কা হাঁকান ট্রিপানো। শেষ দুই বলে ৬ দরকার ছিল জিম্বাবুয়ের। তখনই মাশরাফি করেন চালাকি। প্রায় দুই মিনিটের মত তিনি বোলার আল আমিনের সাথে কথা বলেন।

বোলিং একটু আসলে বোলার বোলিং করার জন্য নতুন ভাবে এনার্জি পায় আর ব্যাটসম্যান তার ব্যাটিংয়ের ফ্লো হারিয়ে ফেলে। মাশরাফি ঠিক সেটাই করেছে। আল আমিনের করা শেষ দুই বলে ১ রানের বেশি নিতে পারেননি টিরিপানো। ৪ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হল বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোরঃবাংলাদেশঃ ৩২২/৮ (৫০ ওভার) (তামিম ১৫৮, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*; তিরিপানো ২/৫৫)জিম্বাবুয়েঃ ৩১৮/৮ (৫০ ওভার)