প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা দিয়ে আসছিলেন- কভিড-১৯ রোগ প্রতিরোধে যুক্তরাষ্ট্র প্রস্তুত । এ ঘোষণার মধ্যেই দেশটির অন্তত ১০টি অঙ্গরাজ্যে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৯, মৃত্যু হয়েছে ২ জনের। সোমবার (০২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ১০টিতে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ রোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনে মৃত্যু হয়েছে ২ জনের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৬, ওয়াশিংটনে ১৩, ইলিয়ন্সে ৩, ফ্লোরিডায় ২, অরেগনে ২, রোড আইল্যান্ডে ২, অ্যারিজোনায় ১, ম্যাসাচুসেটসে ১, নিউইয়র্কে ১ এবং উইসকনসিনে ১ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।