দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করেছে পরিবেশ মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত ‘কপ ২৭: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বায়ু দূষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন বলেন, দূষণ রোধে ব্যক্তি ও সাংগঠনিক উভয় ধরনের সচেতনতা প্রয়োজন।

আরও পড়ুন>> জাতিসংঘের মানবাধিকার উদ্বেগে নেই বাংলাদেশ