আজ ২৭ নভেম্বর আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের উদ্যোগে তাদের উত্তরাস্থ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. শমশের আলী। এছাড়াও দেশ বরেণ্য শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবীদ, বুদ্ধিজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. শমশের আলী ক্ষুদে শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা দেখে অভিভূত হন ও তাদের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। ড. শমশের আলী বলেন, শিশু কিশোরদের বুদ্ধিদীপ্ততা, পরিপূর্ণ মানসিক বিকাশ ও সৃষ্টিশীলতা বৃদ্ধিতে সুশিক্ষার পাশাপাশি এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, সহশিক্ষা, সৃজনশীলতা ও নিজের মেধা ও মনন উপস্থাপনের ক্ষেত্র তৈরি কিশোরদের বিপথগামীতা রোধে সহায়ক হবে। এ সময় স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী উপস্থিত ছিলেন।