হোম ফিচার এই শীতে ঘুরে আসুন ছুটি রিসোর্ট

এই শীতে ঘুরে আসুন ছুটি রিসোর্ট

শীতের অবসরে কোথাও না কোথাও যেতে ইচ্ছে হয়। ঢাকায় যারা থাকেন, তাদের জন্য কাছেই রয়েছে অনেক রিসোর্ট। তার মধ্যে একটি ছুটি রিসোর্ট। ঢাকার কাছে হওয়ায় গাজীপুর জেলায় অবস্থিত সুন্দর ও মনোরম এ রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন।

অবস্থান: গাজীপুরের জয়দেবপুর উপজেলার সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জমির ওপর যত্নে গড়ে তোলা হয়েছে ছুটি রিসোর্ট। ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন জায়গায় গ্রামীণ আবহে তৈরি করা হয়েছে এ অবকাশ কেন্দ্র।

বৈশিষ্ট্য: এখানে রয়েছে নৌভ্রমণ এবং সংরক্ষিত বনে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও আছে ছনের ঘর, ২১টি এসি-নন এসি কটেজ, সুইমিং পুল, বার্ড হাউস, ভেষজ বাগান, ফল, সবজি ও ফুলের বাগান, দুটি পিকনিক স্পট, কনফারেন্স রুম এবং কিডস জোন।

প্রকৃতির ছোঁয়া: রিসোর্টে পাখির কলরব, শেয়ালের হাঁক, বাঁদুড়, জোনাকির আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন তো আছেই। এছাড়া পূর্ণিমা রাতে কোনো বৈদ্যুতিক আলো জ্বলে না।

মাছ শিকার: রিসোর্টের বিশাল ৩টি লেকে নির্দিষ্ট ফি দিয়ে যেমন খুশি মাছ শিকার করা যায়।

খেলাধুলা: রিসোর্টে দুটি খেলার মাঠ রয়েছে। সেখানে অতিথিদের জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা।

খাবার: এখানে অতিথিদের মৌসুমী ফল উপহার দেওয়া হয়। সকালের নাস্তায় চালের রুটি, চিতই পিঠা, ডাল ভুনা, সবজি ও মুরগির গোশত পরিবেশন করা হয়। রিসোর্টের রেস্টুরেন্টে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, থাই এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। এছাড়া গ্রামীণ পিঠার ব্যবস্থা রয়েছে।

ভাড়া: ছুটি রিসোর্টে ২৪ ঘণ্টার জন্য কটেজ ভাড়া নিতে ৫-১০ হাজার টাকা লাগে। কনফারেন্স রুম ভাড়া নিতে ব্যয় করতে হয় ২০-৫০ হাজার টাকা। ১০০-২০০ জনের পিকনিকের জন্য ভাড়া লাগে প্রায় ৯০ হাজার টাকা। সব মূল্যের সাথে ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।

কমপ্লিমেন্টারি: প্রতিটি রুম বা কটেজ বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, স্পোর্টস জোন, হেলথ ক্লাব, কিডস জোন, বোটিং, ব্রেকফাস্ট, ফ্রুট বাস্কেট ও পানি।

ডে আউট প্যাকেজ: ছুটি রিসোর্টে ডে আউটের জন্যে রয়েছে বিশেষ প্যাকেজ। সর্বনিম্ন ৭-৮ জনের গ্রুপের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও পিঠা, বিশ্রামের জন্যে এসি রুম ও আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এ প্যাকেজে জনপ্রতি ২৫৩০ টাকা লাগে। তবে আগেই বুকিং করে যেতে হবে।

যেভাবে যাবেন: নিজস্ব বা যেকোনো পরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে গাজীপুর ডিসি অফিসের সামনে (রাজবাড়ী) যেতে হবে। ডিসি অফিসের সামনে থেকে সিএনজিতে ৩ কিলোমিটার দূরে আমতলী বাজারের কাছেই সুকুন্দি গ্রামে যেতে পারবেন। সেখানেই ছুটি রিসোর্ট পেয়ে যাবেন।

যোগাযোগের ঠিকানা: ছুটি রিসোর্ট, সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর। ফোন নম্বর: ০১৭৭৭-১১৪৪৮৮, ০১৭৭৭-১১৪৪৯৯। ই-মেইল: info@chutibd.com।