ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৬ রানের উত্তেজক জয় তুলে নেয় লঙ্কানরা।
দলগত প্রচেষ্টায় কীভাবে ম্যাচ জিততে হয় তাই দেখাল শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৫৫। হাফসেঞ্চুরি হয়েছে মাত্র দুটি। তারপরও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০৭ রানের বিশাল স্কোর গড়েছে শ্রীলঙ্কা। মূলত আট ব্যাটসম্যানের দুই অঙ্কের সংগ্রহে এ স্কোর গড়তে পেরেছে লঙ্কানরা।
রবিবার (১ মার্চ) স্বাগতিকদের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে উইন্ডিজ ৫০ ওভারে ৯ উইকেটে ৩০১ রানে আটকে যায়। হাফসেঞ্চুরি করেন টপ অর্ডারের তিনজন তারকা শাই হোপ, সুনিল অ্যামব্রিস ও নিকোলাস পুরান। অল্পের জন্য ব্যক্তিগত অর্ধ-শতরান হাতছাড়া করেন কাইরন পোলার্ড।
তবে এই ম্যাচের নাটক শুরু হয় শেষ ওভারে। ৫০তম ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২ উইকেট, আর উইন্ডিজের ১৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের প্রথম বলে চার মেরে পরেরটি ছক্কার চেষ্টা করেছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। কিন্তু ডিপ মিডউইকেটে কুশল মেন্ডিসের ক্যাচ হন, মাত্র ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রান করেন তিনি। শেলডন কটরেল ও আলজারি জোসেফ শেষ জুটিতে সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কা সিরিজ জেতে ৩-০ তে।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬০ রানের ওপেনিং জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। ২৯ রান করেন ফার্নান্দো, করুনারত্নে করেন ৪৪ রান। তিন নম্বরে নেমে কুশল পেরেরাও করুনারত্নের সমান ৪৪ রান করেন। চতুর্থ ব্যাটসম্যান কুশল মেন্ডিস পান ইনিংসের প্রথম হাফসেঞ্চুরির দেখা। তবে তিনিও ইনিংস বেশি লম্বা করতে পারেননি, ফিরে যান ৫৫ রানে।
এ দিন ব্যর্থ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি করেন ১২ রান। ২১৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন ম্যাথিউস। ষষ্ঠ উইকেটে আবারও দলকে ম্যাচে ফেরান ধনঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরা। ৩৮ রান করে আউট হন পেরেরা। সিলভা তুলে নেন হাফসেঞ্চুরি। তিনি আউট হন ৫১ রানে। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন ১৬ রান। ৮ ব্যাটসম্যানের প্রচেষ্টায় ৩০০ পেরোয় লঙ্কানদের ইনিংস। ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩০৭ রান করে তারা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৩০৭ (৫০ ওভার)
উইন্ডিজ : ৩০১/৯ (৫০ ওভার)
ফল : শ্রীলঙ্কা ৬ রানে জয়ী