বিশ্বকাপে এক ম্যাচও জিতল না টাইগ্রেসরা

MELBOURNE, AUSTRALIA - MARCH 02: Salma Khatun of Bangladesh reacts during the ICC Women's T20 Cricket World Cup match between Sri Lanka and Bangladesh at Junction Oval on March 02, 2020 in Melbourne, Australia. (Photo by Mike Owen-ICC/ICC via Getty Images)

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচও জিততে পারল না বাংলাদেশ নারী ক্রিকেটাররা। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেট হেরেছে! এই নিয়ে টানা চার ম্যাচ হারল লাল সবুজের প্রতিনিধিরা। ফলে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে সালমা-রুমানাদের।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করেছে বাংলাদেশ। জবাবে এক উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান নারীরা।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ১৮ রানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয়। তৃতীয় ম্যাচটি জিততে পারত কিন্তু ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হারে ১৭ রানে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে তো পাত্তাই পায়নি; হেরেছে ৯ উইকেটে!