সাত মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন- আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জান্নাতুল ইসলাম
আজ রোববার (১মার্চ) সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়ন বাছাই শুরু হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাছাই কাজে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি ভোটের রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন। চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন,মনোনয়ন ফরমে ৩শ সমর্থনকারী স্বাক্ষর করার নিয়ম থাকলেও যাচাই-বাছাই করা হলে বেশ কয়েকজন সমর্থনকারী সমর্থনের বিষয়টি অস্বীকার করেন। যে কারণে এই দুই প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল বলে গণ্য হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ৮মার্চ প্রার্থিতা প্রত্যাহার,পরদিন ৯মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
সিসিসি নির্বাচনে এবার লড়তে গত ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে নয় জন এবং কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়ন পত্র জমা দেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরের ১৪টি পদে মোট ৫৮ জন এবং ৪১টি সাধারণ ওয়ার্ডে মোট ২২০ জন মনোনয়ন ফরম জমা দেন।