সময়টা ভালো যাচ্ছে না ভারত অধিনায়ক বিরাট কোহলির। বাংলাদেশের বিপক্ষে গেল নভেম্বরে কলকাতা টেস্টে সেঞ্চুরি করেছেন। এরপর তিন ফরম্যাট মিলে ২০টির বেশি ইনিংস খেলে ফেললেও সেঞ্চুরির দেখা নেই!
নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্টেও ব্যর্থ হয়েছিলেন। শনিবার ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও যে বৃত্ত ভাঙতে পারেননি সময়ের সেরা ব্যাটসম্যান। নিউজিল্যান্ডে আসলে পেরেই উঠছেন না কোহলি!
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। চার নম্বরে খেলতে নেমে মাত্র ৩ রানেই ফিরতে হয় কোহলিকে। ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হন ডানহাতি ব্যাটার। উইকেটে ছিলেন মাত্র ২৩ মিনিট, খেলেছেন ১৫ বল।
এই সফরে বিরাট কোহলির সর্বোচ্চ রান ৫১। এই নিয়ে চলতি সিরিজে সপ্তমবার বিরাট কোহলি ২০ রানের গণ্ডি পেরিয়ে যেতে ব্যর্থ হলেন তিনি।
টি টোয়েন্টি সিরিজে কোহলির ইনিংসগুলো ছিল- ৪৫, ১১, ৩৮ ও ১১। ওয়ানডে সিরিজে তার ইনিংস- ৫১, ১৫ ও ৯ রান। এরপর বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হন। প্রথম ইনিংসে ২ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রান করেন।
ব্যর্থতার সঙ্গে এদিন কোহলি আরেক বিষয়ে সমালোচনার মুখে পড়েছেন। এলবিডব্লিউ হওয়ার পর ডিআরএস নেন। কিন্তু ভুল ডিআরএস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছেন ভক্তদের রোষানলে।
ব্যর্থ হলে যা হয় আর কী!