ঢাকা: নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম দেখা হলো বিশ্বকাপেই। প্রথম দেখাতেই কিউইদের কাঁপিয়ে তাদের ৯১ রানে অলআউট করেছে বাংলাদেশ। এই ম্যাচটি জয়ের দারুন সম্ভাবনা ছিল সালমাদের। কিন্তু বরাবরের মতো ব্যাটসম্যানরা এদিনও ব্যর্থতার পরিচয় দিলেন। বাংলাদেশ হেরে গেল ১৭ রানে। এই হারে গ্রুপ পর্ব থেকে সালমাদের বিদায় নিশ্চিত হয়েছে।
রিতু মনি, সালমা খাতুন ও রুমানা আহমেদের সামনে ১৮.২ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার র্যাচেল প্রিস্ট সর্বোচ্চ ২৫ রান করেছিলেন। নিউজিল্যান্ডের সবচেয়ে পরিচিত মুখ সুজি বেটসের সংগ্রহ ১৫। প্রথম চার ব্যাটসম্যানের সুবাদে ২ উইকেটে ৬৬ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। সুজি বেটসকে রিতু মনি ফেরানোর পরই ধসে পড়ে নিউজিল্যান্ড। রুমানা ও রিতু মনি মিলে ২৩ রানেই ফেলে দেন ৭ উইকেট। দুই ওপেনারকে তুলে নেওয়া সালমা এসে তুলে নিয়েছেন সর্বশেষ উইকেটও। ৭ রানে ৩ উইকেট অধিনায়ক সালমা খাতুনের। ১৮ রানে ৪ উইকেট রিতুর। আর রুমানা ১৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু দলকে ৩১ রানে রেখে নিগার সুলতানার চোট পেয়ে মাঠ ছাড়া বড় ধাক্কা হয়ে এসেছে। দলকে ওই রানে রেখেই আউট হয়েছেন ফারজানা। ৪০ রানের মধ্যে রিতু মনি ও রুমানাও বিদায় নিয়েছেন। এরপর আর সামাল দিতে পারেনি বাংলাদেশ। রান রেটে বেড়ে যাওয়ার চাপে একে একে বিদায় নিয়েছেন ফাহিমা, সোবহানা, জাহানারা ও সালমা। এদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
৮ উইকেট পড়ার পর আবার মাঠে ফেরেন নিগার। ৫৯ রানে নবম উইকেট পড়ার পরও চালিয়ে গেছেন নিগার। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৫ রান। হাতে ১ উইকেট নিয়ে এই রান তোলা অসম্ভব ছিল। তবে নিগারের কল্যানেই ৭৪ অবধি যেতে পেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ ২১ রান করেছেন আহত নিগারই।