পাকিস্তানে নয় এশিয়া কাপ দুবাইয়ে জানালেন সৌরভ

ঢাকা: এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু সেখানে হলে ভারত অংশ নেবে না। তবে এর একটা সমাধান হয়ে গেছে। এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যেতে আর কোনো সংশয় রইল না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘দুবাইয়ে হতে চলেছে এশিয়া কাপ। ভারত ও পাকিস্তান দু’দেশই অংশ নেবে।’ কিন্তু এশিয়া কাপের সূচি এখনো ঘোষণা করা হয়নি। রবিবারই সৌরভ রওনা দেবেন দুবাইয়ে, এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। হরমনপ্রীত কৌরের দলকে অভিনন্দন জানিয়ে সৌরভ বলেন, ‘অসাধারণ ক্রিকেট খেলছে ভারত। ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে।’

সৌরভের আশা, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে কোহলির টিম ইন্ডিয়া। তিনি বলছিলেন, ‘আগেও পিছিয়ে পড়ে ফিরে এসেছে ভারত। এখনো একটি ম্যাচ বাকি।’