হোম ফিচার এবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী দম্পতি।

এবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী দম্পতি।

এবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী দম্পতি।
এবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী দম্পতি।

বিনোদন ডেস্কঃ 

নিজেদের বিবাহবার্ষিকীতে মেয়ে ইলহামকে প্রকাশ্যে আনলেন জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।

এতদিন তার ছবি প্রকাশ্যে এলেও চেহারা দেখা যায়নি। এবার বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে প্রকাশ্যে দেখা দিলো ইলহাম। নুসরাত ইমরোজ তিশা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মেয়ের ছবি প্রকাশ করেছেন।

সেই পোস্টে তিনি লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার’ জনপ্রিয় এই অভিনেত্রী শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে আরও লিখেন, “আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

প্রসঙ্গত, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। বিবাহিত জীবনের এক দশক পেরিয়ে একযুগে তারা। নিজেদের বিবাহবার্ষিকীতে কন্যাসন্তানের ছবি প্রকাশ্যে আনায় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি।

আরঅ পড়ুনঃ আয়ুষ্মানের বিপরীতে বলিউডে দেখা যাবে সামান্থাকে।